মহেশখালীতে বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু

কক্সবাজারের মহেশখালী উপজেলায় বজ্রপাতে দুই লবণশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল ১০টার দিকে বড় মহেশখালীর ফকিরাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মহেশখালীর বড় মহেশখালী ইউনিয়নের ফকিরা ঘোনা গ্রামের আহমদ কবির (৩২) এবং একই ইউনিয়নের মাহারাপাড়ার বাসিন্দা নুরুল কবির (৩৬)।
বড় মহেশখালী ইউনিয়নের সদস্য জিল্লুর রহমান মিন্টু বলেন, ‘সকালে আহমদ কবির ও নুরুল কবির লবণের মাঠে কাজ করছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই আহমদ কবিরের মৃত্যু হয়। আহত হন নুরুল কবির। হাসপাতালে নেওয়ার পর নুরুল কবিরেরও মৃত্যু হয়।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ‘বজ্রপাতে মৃত দুই লবণশ্রমিকের মরদেহ বাড়িতে নিয়ে গেছে স্বজনরা।’
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বুধবার সকালের দিকে বৃষ্টি হচ্ছিল। এ সময় প্রতিদিনের মতো শ্রমিকরা লবণের মাঠে কাজ করছিল। একপর্যায়ে বজ্রপাতের কবলে পড়ে দুজন নিহত হয়েছেন। আরো দুজন শ্রমিক আহত হওয়ার খবর পেয়েছি। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি।’