মধ্যরাত থেকে লাগাতার লঞ্চ ধর্মঘটের ডাক

নৌযান শ্রমিক ফেডারেশন ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ শুক্রবার মধ্যরাত থেকে লাগাতার ধর্মঘটে যাচ্ছে।
সংগঠনের নেতারা লঞ্চের পাশাপাশি কার্গো জাহাজ ও লাইটার জাহাজ চলাচল বন্ধেরও ডাক দিয়েছেন বলে বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ধর্মঘটের আওতায় ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশাপাশি চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর ও ঝালকাঠিসহ ৩৩ নৌপথে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে পায়রা ও চট্টগ্রাম সমুদ্রবন্দরে মালামাল খালাসে নিয়োজিত লাইটার জাহাজ ধর্মঘটের আওতায় থাকবে।
শ্রমিকদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে বেতন-ভাতা বৃদ্ধি, ঝুঁকি ভাতা, নৌপথে চাঁদাবাজি বন্ধ, বিশুদ্ধ পানি ও তিন বেলা খাবারের ব্যবস্থা ও চিকিৎসা ভাতা। এসব দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।
এ নিয়ে তৃতীয়বারের মতো ধর্মঘটে যাচ্ছে নৌযান শ্রমিক ফেডারেশন।
সংগঠনের সভাপতি শাহ আলম ভূইয়া বলেন, ‘মালিকরা এর আগে কিছু দাবি মেনে নিলেও অধিকাংশ দাবি এখনও পূরণ না করায় নৌযান শ্রমিকরা লাগাতার ধর্মঘট চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।’