ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী
কারচুপির সুযোগ নেই, তাই শঙ্কিত বিএনপি : প্রধানমন্ত্রী
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের দিন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শনিবার সকাল ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অধীন ধানমণ্ডি এলাকার ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী।
আজ সকাল ৮টা থেকে শুরু হওয়া ঢাকা সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে দুই সিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যে কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, তা নিশ্চিত করা হয়।
দুই সিটি করপোরেশন এলাকার দুই হাজার ৪৬৮টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলবে। ভোট গ্রহণ সুষ্ঠু করতে মাঠে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য।