ভোটার উপস্থিতি ছিল খুবই কম

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। শেষ পর্যন্ত ভোট উপস্থিতির হার ছিল কম। কোথাও কোথাও স্থানীয় কাউন্সিলর প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের আনার চেষ্টা করতে দেখা যায়।
দুপুর সোয়া ২টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মহিলা ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, মহিলা কেন্দ্রের দুই হাজার ৫৪৭ ভোটের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন মাত্র ১৮৯ জন। একই প্রতিষ্ঠানে পুরুষ কেন্দ্রে দুই হাজার ৬৩১ ভোটের মধ্যে ৪৩৮ জন ভোট দিয়েছেন।
এ কেন্দ্রে ভোটার কম উপস্থিত হওয়ার বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোস্তাফিজুর রহমান ও সহকারী প্রিসাইডিং অফিসার শরিফুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভোটার না আসার কারণটি আমরা বলতে পারব না। তবে সকালের তুলনায় দুপুরের পরে ভোটার আসার হার বেড়েছে।
এর কিছুক্ষণ পরই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজির আহমেদ এ কেন্দ্রটি পরিদর্শনে আসেন। পরিদর্শন শেষে সাংবাদিকের তিনি বলেন, কেন্দ্রের ভেতরের ও বাইরে নির্বাচনী পরিবেশ বেশ সুন্দর ও সন্তোষজনক।
ভোটার উপস্থিত না হওয়ার কারণ জানতে চাইলে র্যাব ডিজি বলেন, বিষয়টি পরবর্তী সময়ে অনুসন্ধান করে দেখা হবে।
এর আগে দুপুর পৌনে ২টায় যাত্রাবাড়ি শহীদ জিয়া আদর্শ গালর্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাইরে নৌকার ব্যাজ লাগিয়ে কয়েকশ যুবক অবস্থান করছে। ভেতরে দু-একজন করে আসছে আর ভোট দিয়ে চলে যাচ্ছে। এ প্রতিষ্ঠানে মোট ১১ হাজার ভোটার। এর মধ্যে মহিলা কেন্দ্রে এক হাজার ৮৩৭ জন ভোটারের মধ্যে ২১৮ জন ভোট দিয়েছেন।
ভোটার কম উপস্থিত হওয়ার বিষয়ে এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার কাদেরী কিবরিয়া সাংবাদিকদের বলেন, ‘সকালে এখানে দুজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে পরিস্থিতি শান্ত থাকলেও ভোটার আসছে না।’
খিলগাঁও মডেল স্কুলে দুই হাজার ৪০০ ভোটারের মধ্যে দুপুর ২টা পর্যন্ত ভোট পড়েছে ৪৮৯টি। রামপুরা, খিলগাঁও, শাহজাহানপুর এলাকার বিভিন্ন কেন্দ্রে দুপুর দেড়টার পর কোথাও ভোটারের সারি চোখে পড়েনি। শাহজাহানপুরের একটি কেন্দ্রে চার ঘণ্টায় ভোট পড়েছে ১১টি।
মিরপুরের কালসী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি অনেক কম। পারভেজ নামের এক ভোটার বলেন, ‘ইভিএমে প্রথমবার ভোট দিচ্ছি। প্রথমে আঙুল শনাক্তে সমস্যা হলেও পরে ভোটার আইডি কার্ডের মাধ্যমে ভোট দিতে পেরেছি।’
এদিকে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে সকালে গিয়ে দেখা গেছে, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি কিছুটা বেড়েছে।
গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে দেখা গেছে, এ কেন্দ্রে সকালে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এ কেন্দ্রে ভোটার উপস্থিতি বেড়েছে।
এ ছাড়া সিভিল এভিয়েশন স্কুল স্কুল অ্যান্ড কলেজ গিয়ে দেখা যায়, ১ থেকে ৮ নম্বর বুথে ভোটারের সংখ্যা খুবই কম। আটটি বুথে তিন হাজার ২০০ জন ভোটার রয়েছে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোট দিয়েছেন মাত্র ৩২১টি। এ বিষয়ে প্রিসাইডিং কর্মকর্তা শারমিন আক্তার বলেন, সকাল থেকে কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছুটা বাড়ছে।