ভৈরবে মাদকাসক্ত ব্যক্তিকে ২০ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সুমন (৩৫) নামের এক মাদকাসক্ত ব্যক্তিকে এক বছর আট মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ৫০০ টাকা জরিমানার আদেশও দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আজ মঙ্গলবার বিকেলে তাঁকে এ দণ্ডাদেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা জানান, মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তিকে কারাদণ্ডসহ জরিমানা করা হয়েছে।
ভৈরব থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ জানান, আজ দুপুরে ইয়াবা ব্যবসায়ী ও সেবনকারী সুমনকে শহরের কমলপুর পশ্চিমপাড়া মাদক বিরোধী যুব সংগঠনের কর্মীরা আটক করে থানায় সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে কারাদণ্ডসহ জরিমানার আদেশ দেন।
কমলপুর পশ্চিমপাড়া মাদকবিরোধী যুব সংগঠনের সভাপতি হাজি মোস্তফা কামাল জানান, সুমন একজন মাদক বিক্রেতা ও সেবনকারী। তাঁকে আজ দুপুরের দিকে এলাকার ঈদগাহ রোড থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে তল্লাশি করে তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ।
হাজি মোস্তফা কামাল আরো জানান, গ্রামকে মাদকমুক্ত করতে এর আগে আমরা সভা ডেকেছি। সেখানে মাদক বিক্রেতা ও সেবীদের কর্মসংস্থানের ব্যবস্থার বিপরীতে মাদক পরিত্যাগের লিখিত অঙ্গীকারপত্রে স্বাক্ষর নিয়েছি। সুমনও সেখানে স্বাক্ষর করেন। কিন্তু আজ তাঁকে সংগঠনের কর্মীরা মাদক সেবন অবস্থায় পেয়ে আটকের পর পুলিশে সোপর্দ করে।
ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) সৈকত মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।