ভৈরবে দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী আশ্রাফুল আলম ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে আজ রোববার সংঘর্ষ হয়। ছবি : এনটিভি
কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী আশ্রাফুল আলম ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে দোকানপাটসহ নির্বাচনি অফিস।
এ সময় পরিস্থিতি থামাতে পুলিশ ১০টি ফাঁকা গুলি ছোঁড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউন্সিলর পদপ্রার্থী আশ্রাফুলকে আটক করে। পরিস্থিতি শান্ত করতে এলাকায় পুলিশ-র্যাব মোতায়েন করা হয়েছে।

কিশোরগঞ্জের ভৈরবে পৌর নির্বাচনকে কেন্দ্র করে পাঁচ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থী আশ্রাফুল আলম ও ফজলুর রহমানের সমর্থকদের মধ্যে আজ রোববার সংঘর্ষ হয়। ছবি : এনটিভি
আজ রোববার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আগামী ২৮ ফেব্রুয়ারি ভৈরব পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজুয়ান দিপু জানান, পৌর নির্বাচনকে কেন্দ্র করে এই দুই কাউন্সিলরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। কাউন্সিলর পদপ্রার্থী আশ্রাফুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।