ভারতে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারের বাধা দূর করার আহ্বান

ভারতে বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল সম্প্রচারের বাধা দূর করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে ভারতের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে আয়োজিত বৈঠকে ওই আহ্বান জানান হাছান মাহমুদ।
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘আমাদের যে চ্যানেলগুলো আছে সেগুলো মূলত পশ্চিমবঙ্গে দেখা যায় না। সেখানে বাধাটা হচ্ছে কেবল অপারেটরদের পক্ষ থেকে। তারা উচ্চ ফি দাবি করে। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, এখন অ্যাপসের মাধ্যমে সবাই ইউটিউবে দেখতে পাচ্ছে। সুতরাং আটকে রাখতে চাইলেও রাখা যায় না। এ বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি ।’
বাংলাদেশে ‘বঙ্গবন্ধু ফিল্ম সিটি’ গড়ে তুলতে ভারত সহায়তার আশ্বাস দিয়েছে বলে জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
ভারতের তথ্য ও সম্প্রচারবিষয়ক মন্ত্রী জাভাদকার বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ টেলিভিশন এখন সমগ্র ভারতে ফ্রি ডিশের মাধ্যমে দেখা যায়। একইভাবে বাংলাদেশও ভারতের ডিডি চ্যানেল ফ্রি ডিশের মাধ্যমে এখানে সম্প্রচার করছে। এটি পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের ওপর দু’দেশ মিলে দুটি চলচ্চিত্র নির্মাণ করা হচ্ছে।’
বৈঠক শেষে ভারতের তথ্যমন্ত্রী আরো বলেন, ‘দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে চলচ্চিত্র নির্মান কাজের অগ্রগতি এবং ভারতে বিটিভি সম্প্রচারের পাশাপাশি বাংলাদেশে দূরদর্শন চ্যানেল সম্প্রচার নিয়ে কথা হয়েছে।’