বিতর্কিত কোনো কাজ করবে না পুলিশ : ডিআইজি আনোয়ার

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘পুলিশ এমন কোরো কাজ করবে না যাতে পুলিশের বদনাম হয়, বিতর্কিত কোনো কাজ করবে না পুলিশ।’
আজ বুধবার সকালে কক্সবাজারের টেকনাফ থানা পরিদর্শন এবং পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিআইজি আনোয়ার হোসেন।
ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘জনগণের কল্যাণেই কাজ করবে এবং সম্পূর্ণ পেশাদারত্ব নিয়ে আইনের প্রয়োগ করবে পুলিশ। অতীতে এখানে পুলিশ কী করেছে এটা না ভেবে ভবিষ্যতের দিকেই পুলিশের দৃষ্টি এখন। কক্সবাজার ও টেকনাফের মানুষ এখন নতুন পুলিশ দেখবে। যারা কক্সবাজারে নতুন পোস্টিং নিয়ে এসেছে এবং তারা আইনের বাইরে কোনো কাজ করবে না, তারা জনবান্ধব পুলিশ হবে।’
নতুন করে মাদক কারবারিদের তালিকা করা হবে উল্লেখ করে ডিআইজি বলেন, ‘কারা মাদক ব্যবসায়ী সেটা জানতে হবে মাদক ব্যবসায়ীদের তালিকা যাছাই বাছাই করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পূর্ণ পেশাদারত্বের সঙ্গে মাদকসহ সব অপরাধের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবে পুলিশ।’
মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ী সবাই সমান অপরাধী জানিয়ে পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরসহ অন্য সংস্থাগুলো মাদক নিয়ে কাজ করছে। সবার সঙ্গে সমন্বয় করে মাদকের বিরুদ্ধে কাজ করা হবে।’
রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে ডিআইজি আনোয়ার হোসেন বলেন, ‘সেখানে এপিবিএনর দুটি ব্যাটালিয়ন কাজ করছে, তা ছাড়া শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার সেখানে দায়িত্বে রয়েছে। সবার সঙ্গে সমন্বিতভাবে রোহিঙ্গা ক্যাম্পে মাদক ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ দায়িত্ব পালন করবে।’
এ সময় কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ‘অতীতে কি হয়েছে আমাদের জানা নেই, আমাদের নতুন মিশন হলো সর্বোত্তম সেবার প্রত্যয় নিয়ে পেশাদারিত্বের সঙ্গে কাজ করব। ভালো লোকের মর্যাদা দেওয়া হবে। খারাপ, টাউট-বাটপারদের চিহ্নিত করা হবে। থানায় কোনোভাবে তাদের জায়গা হবে না।’
মতবিনিময়কালে নতুন যোগদানকৃত সব পুলিশ সদস্যের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।
ডিআইজি গতকাল মঙ্গলবার কক্সবাজার পরিদর্শনে আসেন। সেখানে নতুন যোগদানকৃত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করছেন। গতকাল তিনি কক্সবাজার সদর মডেল থানা, রামু থানা, চকরিয়া থানা ও উখিয়া থানা পরিদর্শন করেন। পরিদর্শনের দ্বিতীয় দিন তিনি টেকনাফ থানা পরিদর্শনে যান। আজ দুপুরে তিনি টেকনাফের বাহারছড়া পুলিশ ক্যাম্প পরিদর্শন করেন।
গত ৩১ জুলাই টেকনাফের মেরিন ড্রাইভ রোডে বাহারছড়া চেকপোস্টে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন। এ ঘটনার দুই মাসের মধ্যেই কক্সবাজার জেলা পুলিশের সব সদস্যকে গণবদলি করা হয়। সেসব স্থানে নতুন পুলিশ সদস্য পোস্টিং দেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে জেলা পুলিশের সব ইউনিটে যোগদান করা নতুন পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন এ পরিদর্শনে আসেন।