বাড়ি ঘেরাও করল এলাকাবাসী, ইতালিপ্রবাসীকে ঢাকায় পাঠাল পুলিশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আত্মীয়র বাড়িতে বেড়াতে আসা ইতালিপ্রবাসী এক যুবককে আটক করে ঢাকায় পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মোগড়াপাড়ার ভৈরবদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, কুমিল্লার দাউদকান্দি উপজেলার স্বপহাম গ্রামের হরিদাসের ছেলে ইতালিপ্রবাসী জগন্নাথ নামের এক যুবক সোনারগাঁর মোগড়াপাড়া ইউনিয়নের ভৈরবদী গ্রামে তাঁর আত্মীয় হরি কিশোরের বাড়িতে বেড়াতে আসেন। বেড়াতে এসে ওই যুবক অবাধে চলাফেরা করছিলেন। স্থানীয় লোকজন তাঁকে অবাধে চলাফেরা করতে নিষেধ করলে তিনি তা অমান্য করেন। পরে এলাকাবাসী তাঁর করোনাভাইরাস রয়েছে সন্দেহ করে হরি কিশোরের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ওই যুবককে আটক করে রাজধানীর মহাখালীতে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, দু-তিন দিন ধরে ওই যুবক এলাকায় অবাধে চলাফেরা করছিলেন। এলাকাবাসী বাধা দিলেও তিনি তা অমান্য করে অবাধে চলাফেরা করছিলেন। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে হরি কিশোরের বাড়ি ঘিরে রাখে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এক যুবক সোনারগাঁয় বেড়াতে এলে এলাকাবাসী করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বাড়ি ঘিরে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ওই যুবককে ঢাকায় পরীক্ষার জন্য নিয়ে যায়।