‘প্রধানমন্ত্রী ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করতে চান’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী অঙ্গীকার থেকে দেশে ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করতে চান বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ শনিবার দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের আয়োজনে শেরপুরে ব্রহ্মপুত্র নদের খননকাজ উদ্বোধনকালে সাংবাদিকদের একথা বলেন প্রতিমন্ত্রী।
খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, ‘পলি পড়ে যেসব নদীপথ বন্ধ হয়ে গেছে সেই নদীগুলো খনন করে নদীপথ সৃষ্টি করতে চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আগামী দিনে কীভাবে নদীমাতৃক বদ্বীপ স্থায়ী হবে তার জন্য প্রধানমন্ত্রী ডেল্টাপ্ল্যান দিয়েছেন। এই বদ্বীপ পরিকল্পনাই হচ্ছে নদী ব্যবস্থাপনা।’
খননকাজ উদ্বোধনকালে জাতীয় সংসদের হুইপ ও শেরপুর সদর আসনের আতিউর রহমান আতিক, লক্ষ্মীপুরের সংসদ সদস্য আনোয়ার হোসাইন খান, এসডিএফের চেয়ারম্যান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব আব্দুস সামাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন এলাকা থেকে ভাটিপাড়া চর পর্যন্ত ১৮ কিলোমিটার নৌপথ দুটি লটে খনন করা হবে। খনন ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।