পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখায় স্বীকৃতি পেল আওয়ামী লীগ

ছবি : এনটিভি
পরিবেশ রক্ষা আন্দোলনে ভূমিকা রাখায় 'ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো' স্বীকৃতি অর্জন করেছে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি।
আজ শনিবার বিকেলে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের বন ও পরিবেশ উপকমিটির বৈঠকে এ কথা জানান দলের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য সচিব দেলোয়ার হোসেন। তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকও।
দেলোয়ার হোসেন বলেন, 'প্রতিবছর ৫ জুন সারা বিশ্বে পরিবেশ দিবস পালিত হয়। আওয়ামী লীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও অনুপ্রেরণায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে বায়ু দূষণ ও আমাদের করণীয় পদক্ষেপ শীর্ষক সেমিনার, বৃক্ষরোপণ, রচনা, আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে।’
জাতিসংঘের পরিবেশ বিষয়ক শাখা, 'ইউনাইটেড ন্যাশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম' বিশ্ব পরিবেশ দিবস ২০১৯ উপলক্ষে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে গ্লোবাল কার্যক্রম গ্রহণ করে। এই কার্যক্রমের মাধ্যমে সারা বিশ্বের যারা পরিবেশের জন্য অবদান রেখেছে তাদের স্বীকৃতি দেয়। আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি ইউনাইটেড নেশনস এনভিরনমেন্ট প্রোগ্রাম গ্রহণ করে 'ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিরো' স্বীকৃতি অর্জন করেছে।জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষা আন্দোলনের ভূমিকা রাখায় আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটি কে ধন্যবাদপত্র দেওয়া হয়।
দেলোয়ার হোসেন আরো বলেন, ‘এই প্রথম বাংলাদেশে কোনো রাজনৈতিক দল জাতিসংঘ থেকে পরিবেশ রক্ষায় স্বীকৃতি পেয়েছে। আমি মনে করি জাতিসংঘের এই স্বীকৃতি বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ উপকমিটির জন্য বড় অর্জন।'
আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির চেয়ারম্যান ফজলুল হক খন্দকার বলেন, 'আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন কে সামনে রেখে বন ও পরিবেশ উপকমিটির নানা কর্মসূচি হাতে নিয়েছে এই কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ও ২৮ সেপ্টেম্বর কনফারেন্স করতে যাচ্ছে। বাংলাদেশের পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক দুই দিনব্যাপী এই কনফারেন্স এ দেশের পরিবেশ রক্ষায় করণীয় পদক্ষেপ গ্রহণের পরামর্শ নেয়া হবে এবং বাংলাদেশের জলবায়ু কি কারণে হুমকির মুখে সে পদক্ষেপ তুলে ধরা হবে। এখানে বিভিন্ন গবেষকরা অংশ নেবে। তাদের পরামর্শ এবং দেশের বিভিন্ন পরিবেশবিদদের পরামর্শ অনুযায়ী পরবর্তী কর্মসূচি গ্রহণের জন্য সম্মেলনেকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে।'