নির্বাচনের পরিস্থিতি নিয়ে মার্কিন দূতাবাসের কর্মকর্তার সঙ্গে ইশরাকের আলোচনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আজ শুক্রবার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর ব্রেন্ট ক্রিস্টেনসেনের সঙ্গে আলোচনা করেছেন। দুপুরে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় তাঁরা সাক্ষাৎ করেন।
এর আগে ব্রেন্ট সকালে আওয়ামী লীগের ডিএসসিসি মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠক করেন।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক বলেন, ‘এটি পূর্বনির্ধারিত বৈঠক ছিল। ব্রেন্ট অন্য মেয়র প্রার্থীদের সঙ্গেও বৈঠক করেছেন। সকালে তিনি আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সঙ্গে বৈঠক করেন।’
ব্রেন্ট নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে জানতে চান বলে উল্লেখ করেন ইশরাক। ‘তিনি আগামীকালের ভোট নিয়ে আমাদের উদ্বেগের কথাও জানতে চান। আমি তাঁকে ইভিএম নিয়ে আমাদের আপত্তির কথা বলেছি। আমি তাঁকে ঢাকার বাইরে থেকে দলীয় ক্যাডার এনে ক্ষমতাসীন দলের ভোটকেন্দ্র দখলের চেষ্টা সম্পর্কেও জানিয়েছি,’ যোগ করেন তিনি।
বিএনপির এই প্রার্থী আরো জানান, গোপীবাগে তাঁর নির্বাচনী প্রচারণায় সাম্প্রতিক হামলার ঘটনাও তিনি তুলে ধরেছেন। তিনি জানান, তাঁকে ব্রেন্ট জানিয়েছেন যে তাঁদের দূতাবাসের নির্বাচন পর্যবেক্ষক দল শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির কিছু ভোটকেন্দ্র পরিদর্শন করবে।
আগামীকাল ভোটের অনুকূল পরিবেশ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেন ইশরাক। তিনি জানান, এবার তাঁদের দলের নেতাকর্মীরা ভোটকেন্দ্রের দখল রুখতে এবং ভোটারদের উপস্থিতিতে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কেন্দ্র পাহারা দেবেন।