নারায়ণগঞ্জে পিকআপভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কা, তিন সবজি বিক্রেতা নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দঁড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় সবজিভর্তি পিকআপভ্যান উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, শনিবার সকালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সবজিভর্তি পিকআপভ্যান উল্টে এ ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান।
নিহতেরা হলেন- উপজেলার দঁড়িকান্দি এলাকার খালেকের ছেলে কবির হোসেন, নাজিরপুর এলাকার ইয়ানুসের ছেলে আমির হোসেন ও ঠোটালিয়া এলাকার আল আমুন। নিহতেরা সবাই সবজি ব্যবসায়ী।
কাভার্ডভ্যান চালক তৎক্ষণাৎ কাভার্ডভ্যান নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ কাভার্ডভ্যান বা এর চালককে এখন পর্যন্ত খুঁজে বের করতে পারেনি।