নারায়ণগঞ্জে করোনা উপসর্গে আক্রান্তদের নমুনা সংগ্রহ কাল থেকে

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। ফাইল ছবি
আগামীকাল সোমবার সকাল ১০টা থেকে একটি বেসরকারি প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে করোনা উপসর্গে আক্রান্তদের নমুনা সংগ্রহ শুরু করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। আজ রোববার বিকেলে এক ভিডিও বার্তায় তিনি একথা জানান।
প্রধানমন্ত্রীর নির্দেশে জে কে জি হেলথ কেয়ার সেন্টার নামের একটি প্রতিষ্ঠান এই নমুনা সংগ্রহের দায়িত্ব নিয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে এই প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জে নমুনা সংগ্রহ শুরু করতে যাচ্ছে।
নমুনা সংগ্রহ করা হবে সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাইস্কুলে। ওই প্রতিষ্ঠানের তরফ থেকে অনুরোধ করা হয়েছে, যারা মনে করছেন অসুস্থ তারা যাবেন। একসঙ্গে দুজন যাবেন না। দৈহিক দূরত্ব বজায় রেখে তাদের নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছেন শামীম ওসমান।