নারায়ণগঞ্জে করোনায় মৃত্যু ও আক্রান্তের মিছিল বেড়েই চলছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জে মৃত্যুর মিছিল বেড়েই চলছে। আজ বুধবার জেলার আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা এখন ৩৫ জন। নতুন আক্রান্ত হয়েছে ৭৮ জন। মোট আক্রান্ত এখন ৪৯৯ জন। নারায়ণগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ এই তথ্য জানিয়েছেন।
মৃতদের মধ্যে সিটি করপোরেশন এলাকার ২৩ জন, একজন বন্দর উপজেলায়, একজন রূপগঞ্জ উপজেলায়, সদর উপজেলায় আটজন ও সোনারগাঁও উপজেলায় দুজন রয়েছে।
নারায়ণগঞ্জে লকডাউনের ১৫তম দিন আজ। হাসপাতাল ও বুথে করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
এদিকে বেশিরভাগ লোকই সামাজিক দূরত্ব বজায় রাখতে পারছে না। বাজারে ক্রেতা-বিক্রেতার ঠাঁসাঠাঁসি অবস্থা।