নারায়ণগঞ্জে করোনায় নারীর মৃত্যু, আক্রান্ত ১৬

নারায়ণগঞ্জ সিভিল সার্জনের কার্যালয়। ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৩২ জন। মৃত নারী সিটি করপোরেশন এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
এদিকে, নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরো ১৬ জন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ছয় হাজার ৩০০ জন।
আজ বুধবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
নতুন করে আক্রান্ত হয়েছে সিটি করপোরেশন এলাকায় চারজন, সদরে পাঁচজন, আড়াইহাজারে তিনজন, সোনারগাঁয়ে দুজন ও রূপগঞ্জে দুজন।
জেলায় এই পর্যন্ত মোট ৩৬ হাজার ৭৯৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৮৭ জনের।