নারায়ণগঞ্জে করোনায় আরো ৩ জনের মৃত্যু

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২ জনে। তবে আজ রোববার দুপুর পর্যন্ত নতুন আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল শনিবার দুপুর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৬২৫ জন। এর মধ্যে ২৫ জন সুস্থ হয়ে ফিরেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইট থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনের মধ্যে দুজন সিটি করপোরেশন এবং একজন সদর উপজেলা এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগ আরো জানায়, জেলায় মোট দুই হাজার ৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২৪ ঘণ্টায় ২২৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফেরাদের মধ্যে ১৬ জন সিটি করপোরেশন এলাকার, সাতজন সদর উপজেলার এবং একজন আড়াইহাজার উপজেলা এলাকার বাসিন্দা।