নারায়ণগঞ্জে করোনায় আরো দুজনের মৃত্যু, নতুন শনাক্ত ৪২

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। এ ছাড়া সেখানে আরো ৪২ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটে আজ শুক্রবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগ আরো জানিয়েছে, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৮৪ জন। এর মধ্যে সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডে ৪২৭ জন রোগী শনাক্ত করা হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণে নারায়ণগঞ্জ সদরে ১১৯ জন, বন্দর উপজেলার সাতটি ইউনিয়নে ৩৪ জন, সোনারগাঁ উপজেলায় ১০ জন, রূপগঞ্জ উপজেলায় আটজন ও আড়াইহাজার উপজেলায় ১২ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তিরা ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে আশার কথা, করোনাভাইরাসে জেলায় আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২৫ জন।
জেলা স্বাস্থ্য বিভাগ মনে করছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে। সিটি করপোরেশনে এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে, নারায়ণগঞ্জ লকডাউনের ১৭তম দিন আজ।