নারায়ণগঞ্জে একই পরিবারের ১৮ জন করোনায় আক্রান্ত

নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া এলাকায় এক পরিবারের ১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা সবাই এখন হোম কোয়ারেন্টিনে আছেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাড়িটি লকডাউন করে দিয়েছে জেলা প্রশাসন।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন, ‘সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকার ওই পরিবারের সদস্যদের শরীরে নমুনার পরীক্ষা করে ১৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। তারা একই পরিবারের সদস্য হলেও পাশাপাশি তিনটি ভবনে বসবাস করেন। এই পরিবারের এক সদস্য নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের সহকারী চিকিৎসক। কিন্তু তাঁর শরীরে করোনা নেগেটিভ। তিনি করোনাভাইরাস মুক্ত আছেন।’
চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু আরো জানান, তাঁর বাড়ির পাশেই ওই পরিবারের বসবাস। ওই পরিবারের ৪০ বছর বয়সী ছেলে অসুস্থ হলে তাঁর শরীরের নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ পাওয়া যায়। এর পর পরিবারের মধ্যে ভীতিকর অবস্থার সৃষ্টি হয়। সবার নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। আজ সন্ধ্যায় খবর আসে ১৮ জনের শরীরে করোনা পজেটিভ। এদের মধ্যে ওই গৃহকর্তার ছেলে, মেয়ে, পুত্রবধূ, নাতি, নাতনিও রয়েছেন।