নওগাঁয় ট্রাকচাপায় সেনাসদস্য নিহত

নওগাঁর আত্রাইয়ে ট্রাকচাপায় আরমান খান নাদিম (৪০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুরের পর আত্রাই উপজেলার বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান খান নাদিম রাণীনগর উপজেলার খট্টেশ্বর খানপাড়ার আরিফুজ্জামান খানের ছেলে। তিনি পুলিশের বিশেষায়িত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নেও (র্যাব) কর্মরত ছিলেন।
নিহত নাদিমের পরিবার সূত্রে জানা গেছে, গতকাল দুপুরের পর বান্নীতলা বাজার এলাকায় বালু পয়েন্ট থেকে ট্রাক চলাচলের জন্য উপযোগী রাস্তা তৈরি করে নিচ্ছিলেন আরমান খান নাদিম। এ সময় একটি ট্রাক্টর পেছন দিকে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়েন নাদিম। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা নাদিমকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যার পর মারা যান তিনি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহত নাদিমের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ না করায় এবং পরিবারের কোনো আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে আজ মঙ্গলবার সকালে মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাদ জোহর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়েছে।’