ধানের শীষের প্রচারে হামলা, আহত রিজভী

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ানবাজার এলাকায় ধানের শীষের প্রচারের সময় এ হামলার শিকার হন রিজভী। পরে তাঁকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের প্রচারের সময় হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ নেতাকর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় প্রচারের সময় এ হামলার শিকার হন রিজভী। তাঁকে চিকিৎসার জন্য কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়।
এ সময় প্রচারে থাকা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, সাইফুল ইসলাম ফিরোজসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।