দীপাবলি উৎসব বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধন

দেশের বিভিন্ন স্থানে মন্দির ও বসতবাড়ি ভাঙচুরসহ সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে কিশোরগঞ্জে দীপাবলি উৎসব বর্জন করে মুখে কালো কাপড় বেঁধে মৌন মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৬টা পর্যন্ত জেলা শহরের কালীবাড়ি মন্দিরে এই মানববন্ধন পালিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় নানা শ্রেণি ও পেশার সনাতন ধর্মাবলম্বীরা।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন ও শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায়সহ সনাতন ধর্মালম্বীরা এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন জানান, জেলার বিভিন্ন মন্দিরে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি অ্যাডভোকেট বিজয় শংকর রায় বলেন, ‘আমাদের চোখে আজ অশ্রু। তাই দীপাবলি উৎসব বর্জন করে প্রতিবাদ কর্মসূচি পালন করছি।’