তেলবাহী ট্রেনের ৭ বগি লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও স্টেশনের কাছে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
সিলেট যাওয়ার পথে আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে সাতগাঁও স্টেশনের পরেই ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। বগি উল্টে যাওয়ায় বিপুল পরিমাণ জ্বালানি তেল পড়ে যায়। এ সময় স্থানীয়দের পড়ে যাওয়া তেল সংগ্রহ করতে দেখা যায়।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে তেলবাহী ট্রেনটি সিলেটের উদ্দেশে যাওয়ার সময় লাইনচ্যুত হয়। এতে ঢাকা ও চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ আছে।

শ্রীমঙ্গল রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হয়েছে। কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।