ঢাকা সিটি নির্বাচনের ভোট গ্রহণ চলছে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনের ভোট গ্রহণ চলছে।
আজ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত কোনোরকম বিরতি ছাড়াই ঢাকার দুই সিটিতে মেয়র ও কাউন্সিলর নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলবে। প্রথমবারের মতো কোনো সিটি করপোরেশন নির্বাচনের পুরো ভোট ব্যালট পেপারের পরিবর্তে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। ইভিএমের নিরাপত্তার জন্য প্রতিটি কেন্দ্রে দুজন করে সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ সকাল ৮টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ধানমণ্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তাঁর ভোট দিয়েছেন।
ডিএসসিসি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আর বিএনপির মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন।
অন্যদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মো. আতিকুল ইসলাম এবং বিএনপির মেয়র প্রার্থী হিসেবে লড়ছেন তাবিথ আউয়াল।
এদিকে, আজ শনিবার সকালে ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস ধানমণ্ডির ড. মালেকা বিশ্ববিদ্যালয় কলেজে ভোট দিয়েছেন। দলের উত্তরের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম উত্তরা মডেল টাউন এলাকার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন।
বিএনপির ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক হোসেন গোপীবাগ এলাকার শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। অন্যদিকে, দলের উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেছেন।
দুই সিটির প্রায় ৫০ লাখ ৪৫ হাজার ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছেন।
দুই সিটিতে মেয়র পদে লড়ছেন ১৩ প্রার্থী। এর মধ্যে উত্তরে ছয়জন ও দক্ষিণে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ডিএনসিসি নির্বাচনে মোট ৩৩৪ প্রার্থী ৭৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৪টি পদে ২৫১ কাউন্সিলর প্রার্থী এবং ১৮টি সংরক্ষিত আসনে ৭৭ নারী প্রার্থী রয়েছেন।
অন্যদিকে, ডিএসসিসি নির্বাচনে ৪১৬ প্রার্থী ১০১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৫টি পদে ৩২৭ কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি সংরক্ষিত আসনে ৮২ নারী প্রার্থী রয়েছেন।
ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নির্বিঘ্ন করতে রাজধানীতে ৭৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নির্বাচনের আগে রাজধানীতে মোটরসাইকেল চলাচলে ৫৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে ইসি। এ ছাড়া মোটরচালিত যানবাহন চলাচলও ১৮ ঘণ্টার জন্য সীমাবদ্ধ করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আজ ভোট গ্রহণের দিন রাজধানী ঢাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।