টেকনাফে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে ২ রোহিঙ্গা ডাকাত’ নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত জকির বাহিনীর দুই সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শাপলাপুর মেরিন ড্রাইভ সড়কে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় বিদেশি একটি পিস্তল, ছয়টি গুলি, একটি একনলা বন্দুক ও পাঁচটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। এতে র্যাবের তিন সদস্য আহত হয়েছেন।
র্যাব-১৫ টেকনাফ ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহতাব জানান, এর আগে গত ১ মার্চ দিবাগত রাতে টেকনাফের মোচনী জাদিমোরা ক্যাম্পসংলগ্ন গভীর পাহাড়ে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত জকির বাহিনীর সঙ্গে র্যাবের গোলাগুলিতে সাতজন নিহত হয়। এ সময় ১০টি অস্ত্র ও ২৫টি গুলি উদ্ধার করা হয়। ৬ মার্চ বিকেলে হাবিরছড়া পাহাড়ি এলাকায় ডাকাত জকির গ্রুপের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়। ওই সময় তিন রোহিঙ্গা ডাকাতকে অস্ত্র, গুলি, ইয়াবা ও বিভিন্ন বাহিনীর পোশাকসহ গ্রেপ্তার করা হয়।
টেকনাফের নয়াপাড়া, শালবাগান ও জাদিমোরা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অবস্থান নিয়ে অস্ত্রধারী জকির বাহিনীসহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ মাদক ব্যবসা, খুন, অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এর আগেও সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির একাধিক ঘটনা ঘটেছিল। এতে রোহিঙ্গা শীর্ষ সন্ত্রাসী নুরুল আলমসহ বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়।