টেকনাফে ছাত্রী ধর্ষণের অভিযোগে রোহিঙ্গা মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নয় বছর বয়সী এক শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বাহারছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
টেকনাফ থানা পুলিশ জানায়, বাহারছড়া উত্তর শিলখালী আলহেরা ইবতেদায়ী নুরানি মাদ্রাসার রোহিঙ্গা শিক্ষক মৌলভী নুরুল হক বৃহস্পতিবার বিকেল ৪টায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে ঘটনাটি জানায়।
শিশুটির বাবা পুলিশকে জানিয়েছেন, বিকেলে তাঁর মেয়ে মাদ্রাসা থেকে বাসায় এসে জানায় মৌলভী নুরুল হক তাকে একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। প্রচুর রক্তকরণ হলে মেয়েকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানিয়েছেন, গতকাল রাত ১০টায় অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। পরে তাঁর বিরুদ্ধে মামলা হলে আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।