টেকনাফে চার লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় চার লাখ ২৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি। উপজেলার দমদমিয়া এলাকায় অভিযান চালিয়ে গতকাল বুধবার দিবাগত রাতে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, গতকাল দিবাগত রাতে টেকনাফ-২ ব্যাটালিয়ন অধীনস্থ দমদমিয়া বিওপির একটি বিশেষ টহলদল আইয়ুবের জোড়া বরাবর নাফ নদে টহল পরিচালনা করছিল। পরে রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে কয়েকটি প্লাস্টিকের বস্তা নিয়ে আইয়ুবের জোড়া এলাকার পূর্ব দিক দিয়ে নাফ নদের কিনারায় ভিড়তে দেখে চ্যালেঞ্জ করে বিজিবি। ইয়াবা পাচারকারীরা দূর থেকে টহলদলের উপস্থিতি বুঝতে পেরে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে নাফ নদের কিনারায় বস্তাগুলো ফেলে অন্ধকারের মধ্যে সাঁতরে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তী সময়ে টহলদল ঘটনাস্থলে পৌঁছে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া পাঁচটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তাগুলো থেকে চার লাখ ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়
বিজিবি অধিনায়ক আরো জানান, এ ঘটনার পর ঘটনাস্থল ও নদীর তীরসহ পার্শ্ববর্তী স্থানে পরবর্তী দুই ঘণ্টা অভিযান পরিচালনা করা হলেও কোনো পাচারকারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে অন্য কোনো বেসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলে জানান মোহাম্মদ ফয়সাল হাসান।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণের মাধ্যমে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।