টেকনাফে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে নাফ নদ থেকে এই ইয়াবা উদ্ধার করা হয়।
টেকনাফে বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, গতকাল রাতে টেকনাফ ব্যাটালিয়নের অধীন টেকনাফ বিওপির একটি বিশেষ টহলদল নাফ নদে তাদের নিয়মিত টহল পরিচালনা করছিল। পরে টহলদল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, লাফারঘোনা বরাবর নাফ নদ দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। ওই সংবাদের ভিত্তিতে টহলদল দ্রুত ওই এলাকায় গিয়ে ওত পেতে থাকে। রাত ১২টার দিকে কয়েকজন ইয়াবা পাচারকারীকে নৌকায় করে নাফ নদের কিনারায় ভিড়তে দেখে বিজিবি টহলদল চ্যালেঞ্জ করে। চোরাকারবারিরা দূর থেকে টহলদলের উপস্থিতি লক্ষ করে কেওড়া জঙ্গলের আড় ব্যবহার করে নৌকা থেকে লাফিয়ে পাশের গ্রামে দ্রুত পালিয়ে যায়। পরে টহলদল ওই স্থানে পৌঁছে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে দুটি ব্যাগ উদ্ধার করে। ব্যাগগুলোর ভেতর থেকে এক লাখ ২০ হাজার পিস ইয়াবা বড়ি এবং ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।
বিজিবি অধিনায়ক জানান, ইয়াবা পাচারকারীদের আটকের জন্য বর্ণিত এলাকা ও নদীর তীরসহ পাশের স্থানে পরবর্তী দুই ঘণ্টা অভিযান পরিচালনা করলেও কোনো পাচারকারী বা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। এ কারণে ইয়াবা কারবারিদের শনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।