টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র জব্দ, যুবক আটক

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ মো. রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আজ বুধবার ভোরের দিকে টেকনাফ উপজেলার নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ‘আই’ ব্লক এলাকা থেকে অস্ত্রসহ ওই যুবককে আটক করা হয়।
আটককৃত রবিউল ইসলাম বান্দরবান জেলার আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়ার আবুল কালামের ছেলে।
কক্সবাজার ১৬ এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ হেমায়ুতুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল অভিযান চালায়। তারা রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকা থেকে আসামি মো. রবিউল ইসলামকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কালো পলিথিনে মোড়ানো একটি শাটারগান ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করে। আটক যুবক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে অন্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছেন।
এ ঘটনায় টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন কর্মকর্তা।