জয়ের প্রত্যাশা আতিকুল ইসলামের

আনিসুল হকের মৃত্যুতে শূণ্য হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের পদ। উপনির্বাচনে জয়ী হয়ে ৯ মাসের মত দায়িত্ব পালন করেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। গত বছর ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বিএনপি অংশ নেয়নি।
এবারও ঢাকা উত্তরে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আতিকুল ইসলাম। তবে এবার তিনি মুখোমুখি হয়েছেন কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। বিএনপির মনোনয়ন নিয়ে ওই পদের জন্য লড়ছেন তাবিথ আউয়াল।
ভোটের একদিন আগে সাংবাদিকদের তাই আতিকুল ইসলাম বললেন, ‘এটি অংশগ্রহণমূলক নির্বাচন।’ আর এতে জয়ের প্রত্যাশাই করছেন তিনি।
আজ শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দেখতে যান ঢাকা উত্তরের প্রার্থী আতিকুল ইসলাম। সেখানেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি জানান, পুরোমাসের হাড় ভাঙ্গা খাটুনির ফল শনিবার নির্বাচনে জয়ের মাধ্যমে তিনি পাবেন।
আতিকুল ইসলাম বলেন, ‘এটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন। আমি বিরোধী দলকে বলব, আসুন ইলেকশনে কিন্তু হারজিত আছেই। একটি দল হারবে একটি দল জিতবে। ইলেকশনে কোনো সময় কিন্তু ড্র হবে না। সুতরাং কাল নির্বাচন পর্যন্ত থেকে ফলাফল নিয়ে ইনশাআল্লাহ্ আমরা এটাকে গ্রহনযোগ্য করি।’