জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তাপস

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমণ্ডিতে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোট দেওয়ার পর তিনি এই মন্তব্য করেন। এ সময় তাঁর সঙ্গে স্ত্রী আফরিন তাপস উপস্থিত ছিলেন।
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দেওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে শেখ তাপস বলেন, ‘ইভিএম খুব সহজ পদ্ধতি। আমি এই প্রথম ইভিএমে ভোট দিলাম। প্রতীকগুলো দেওয়া আছে, নামগুলো দেওয়া আছে। আমার প্রতীক নৌকা মার্কায় আমার নামের পাশে বোতামটা চাপ দিলাম। তারপর আবার নিশ্চিত করার জন্য সবুজ বোতাম চাপ দিলাম। এরপর উঠে এলো যে নৌকা প্রতীকে ভোটটা হয়েছে। এরপর আমি আমাদের ধানমণ্ডি ১৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম বাবলাকে ঘুড়ি মার্কায় ভোট দিলাম। তখন উঠে এলো যে ভোটটা হয়েছে। তৃতীয়ত, আমাদের মহিলা কাউন্সিলর প্রার্থী শিরিন গাফফারকে আনারস মার্কায় একইভাবে ভোট দিলাম। ভালো লাগল। সহজ পদ্ধতি, আধুনিক পদ্ধতি।’
তাপস বলেন, ‘ইভিএমে আমি নিশ্চিত হতে পেরেছি যে আমার ভোটটি সঠিকভাবে প্রয়োগ হয়েছে। আমি গণসংযোগে দেখেছি ইভিএমে ভোট দেওয়ার বিষযয়ে ঢাকাবাসীর কখনো কোনো শঙ্কা ছিল না। আমি মনে করি, ঢাকাবাসী এটা সাদরে গ্রহণ করেছে। ভোট দেওয়ার মাধ্যমে তারা তাদের সেবক নির্বাচিত করবেন। ভোট দিয়ে তারা উন্নত ঢাকা করার পক্ষে রায় দেবেন।’
জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ খুবই আশাবাদী। গত ১৮ দিন সংবাদমাধ্যম আমাদের সঙ্গে ছিল। আমরা যে গণসংযোগ করেছি, সেটা ঢাকাবাসী সাদরে ও স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। আমরা যে উন্নয়নের রূপরেখা দিয়েছি, আমার বিশ্বাস ঢাকাবাসী উন্নত ঢাকা ঢাকা গড়তে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে।’
এক প্রশ্নের জবাবে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘নির্বাচন একটি প্রতিযোগিতা। এখানে জয়-পরাজয় থাকবে। তবে আমি খুব আশাবাদী নৌকার বিজয় হবে। এখন পর্যন্ত খুব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে।’
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের এজেন্টদের বিভিন্ন কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে যে অভিযোগ এসেছে, সে সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে শেখ তাপস বলেন, ‘এটা সম্পূর্ণ অমূলক। তাদের সেই সাংগঠনিক কাঠামো এবং শক্তি নেই যে তারা এজেন্ট দিতে পারে। সেটা তারা দিতে পারছে না বলে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।’
যেসব কেন্দ্র তাঁর কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, সেসব কেন্দ্র পরিদর্শনে যাবেন বলেও জানান শেখ তাপস।
সিটি নির্বাচনে কূটনীতিকদের কাছে বিএনপির অভিযোগ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তারা তো নালিশ নিয়ে ব্যস্ত আছে। তারা গণসংযোগ বাদ দিয়ে অভিযোগ করে বেড়িয়েছে। আমরা গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম।’