জনতার পাশে আলোর মতো জ্বলতে চান সাদু

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর পদপ্রার্থী শাহাদাত হোসেন সাদু বলেছেন, ‘দীর্ঘ ১২ বছর ধরে আমি এলাকায় জনস্বার্থে কাজ করে যাচ্ছি। শুধু বক্তব্য নয়, এ এলাকার মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন করাই আমার লক্ষ্য। আমি জনগণের কল্যাণে তাদের পাশে আলোর মতো জ্বলে থাকতে চাই।’
গতকাল সোমবার বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকার তিলপাপাড়ায় এক পথসভায় সাদু এসব কথা বলেন।

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সহসম্পাদক শাহাদাত হোসেন সাদু বলেন, ‘দীর্ঘ ৬৫ বছর ধরে আমার পরিবার এ এলাকায় বসবাস করে আসছে। অর্থনৈতিকভাবে আমার পরিবার অনেক স্বচ্ছল। জনগণের সেবা করাই আমার লক্ষ্য। কোনো সুবিধার জন্য আমি নির্বাচনে প্রার্থী হইনি। আমার বাবা মুক্তিযুদ্ধে রণাঙ্গনের একজন সৈনিক। একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশকে ভালোবাসা এবং দেশের জনগণের সেবা করাই আমার লক্ষ্য। যাঁরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে লড়াই করেছেন, তাঁদের সন্তান হয়ে জনগণকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আমি কাউন্সিলর নির্বাচিত হলে দুটি ব্লকে তিন দিন করে অফিস করব। কোনো নাগরিক সনদের জন্য কেউ হয়রানির শিকার হবে না।’
সাদু আরো বলেন, ‘আমি কাউন্সিলর নির্বাচিত হলে এলাকার মা-বোনদের নিরাপত্তা নিশ্চিত করব। এ ওয়ার্ডে ডেঙ্গুর কোনো অস্তিত্ব থাকবে না। মানুষের মৌলিক চাহিদা পূরণ করব। বর্তমান যুবসমাজ মাদকের ছোবলে ধ্বংসের পথে দাঁড়িয়েছে। আমি নির্বাচিত হলে এ এলাকা থেকে মাদককে চিরতরে দূর করব। মানুষের বিপদে পাশে দাঁড়ানোর জন্য ২৪ ঘণ্টা আমার মোবাইলফোন চালু থাকবে। আপনারা নির্ভয়ে ঘুড়ি মার্কায় নির্বাচনের দিন আমাকে ভোট দিন।’