ছাত্রদল সভাপতি-সাধারণ সম্পাদকের জামিন

ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল। ছবি : সংগৃহীত
পুলিশের ওপর হামলার অভিযোগে পল্টন থানায় করা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদকসহ তিনজনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন মো. জহির উদ্দিন সুমন, রোকনুজ্জামান সুজা ও গোলাম আকতার জাকির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
জামিন পাওয়া তিনজন হলেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও সাবেক সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
আইনজীবীরা জানান, বুয়েটছাত্র আবরার হত্যার প্রতিবাদে গত ১২ অক্টোবর দলীয় সমাবেশের আগে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করে পুলিশ।