‘চুক্তিমতো কাজ করলে সৌদিতে নারীকর্মীর সব দায়িত্ব দুই দেশের এজেন্সির’
সোমবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সাংবাদিকদের উদ্দেশে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা। ছবি : এনটিভি
সৌদি আরবে কোনো নারীকর্মী চুক্তি অনুযায়ী যত দিন কাজ করবেন, তাঁর দায়দায়িত্ব দুই দেশের রিক্রুটিং এজেন্সির নিতে হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ সচিব সেলিম রেজা। গত বুধবার দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় বলে জানান তিনি।
আজ সোমবার সকালে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এমনকি সৌদি আরবে কোনো কর্মীর মালিকানা বদল হলে তা বাংলাদেশের দূতাবাসকে জানাতে হবে বলেও জানান প্রবাসী কল্যাণ সচিব।
এ ছাড়া কারো চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও কাজ করতে চাইলে নতুন করে আবার কাগজপত্র করতে হবে বলে জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক