চাঁপাইনবাবগঞ্জে প্রথম দুই রোগীর করোনাজয়

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত প্রথম সুস্থ হওয়া দুই রোগীকে আজ রোববার ছাড়পত্র দেওয়া হয়েছে। তাঁরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চরমোহনপুর দক্ষিণপাড়া এলাকার আব্দুল বারি (৩০) ও সদর উপজেলার মহারাজপুর কবিরাজপাড়া এলাকার রুবেল (৩৫)।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আব্দুল বারি একজন সরকারি চাকরিজীবী। তিনি নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। গত ১৫ এপ্রিল তিনি বাড়িতে আসেন। এরপর তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠনো হয়। গত ২০ এপ্রিল তাঁর নমুনার রিপোর্ট পজিটিভ আসে। এর পরের দিন নারায়ণগঞ্জফেরত রুবেলের করোনা নমুনার রিপোর্টও পজিটিভ আসে। তাঁরা দুজনেই হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিয়ে করোনাকে জয় করেছেন। শনিবার রাতে তৃতীয় দফায় তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসায় তাঁরা এখন সম্পূর্ণ করোনামুক্ত। তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিভিল সার্জন জানান, বর্তমানে চাঁপাইনবাবগঞ্জে আরো ১৪ জন করোনা রোগী রয়েছে। তারা প্রত্যেকেই হোম কোয়ারেন্টিনে থেকে চিকিৎসা নিচ্ছে।