চাঁদপুরে ২৪ ঘণ্টায় দুজন আইসোলেশনে, ৬ জনের নমুনা সংগ্রহ

চাঁদপুরে ২৪ ঘণ্টায় দুইজনকে আইসোলেশনে নেওয়া হয়েছে এবং এ সময়ে ছয়জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। ছবি : এনটিভি
চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত ২৪ ঘণ্টায় দুইজন আইসোলেশনে ভর্তি হয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ জানান, জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গজনিত রোগের সন্দেহে দুইজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। তাদের একজনের বাড়ি হাজীগঞ্জ উপজেলার রাজারগাও এলাকায় আরেকজন চাঁদপুর সদর উপজেলার নানুপুর এলাকার। এ নিয়ে গত দুই দিনে করোনা উপসর্গজনিত রোগের সন্দেহে মোট তিনজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন।
এদিকে করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জনের নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবার ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন।