‘চন্দ্রাহত’ ডুবল কক্সবাজার সৈকতে

ফাতীন ইতমাম মাহমুদ (২৩)। ভ্রমণপ্রিয় একজন মানুষ। সুযোগ পেলেই প্রিয় মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়তেন বন্ধুদের সঙ্গে।
সমুদ্র সৈকতে পূর্ণিমার আলো দেখতে গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে বেরিয়েছিলেন ঢাকা থেকে। পাঁচ বন্ধু মিলে রওনা দেন কক্সবাজারের উদ্দেশে। পথে চট্টগ্রামে বিরতি নেন দেড় ঘণ্টার ওপরে। রাত সাড়ে ৩টার দিকে পৌঁছান কক্সবাজার সমুদ্র সৈকতে। এরপর ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশনে লিখেন, ‘চন্দ্রাহত কক্সবাজার ২০২০’। সেটিই ছিল ফাতীনের শেষ পোস্ট।
আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে সিগ্যাল হোটেল সংলগ্ন সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ভেসে যান ফাতীন। পরে তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহত ফাতীন ইতমাম মাহমুদ (২৩) রাজধানী ঢাকার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে পড়তেন। তিনি মিরপুরের বাসুপাড়া সি-ব্লকের (তৃতীয় কলোনি) মাহমুদুল হোসাইনের ছেলে।
কক্সবাজার টুরিস্ট পুলিশের সুপার জিল্লুর রহমান শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ফাতীন মাহমুদসহ পাঁচজন বন্ধু মোটরসাইকেলে করে কক্সবাজারে বেড়াতে এসেছিলেন। দুপুরে তাঁরা ভাটার সময়ে সিগ্যাল হোটেলসংলগ্ন সাগরে গোসলে নামেন। সেখানে ভাটার টানে হারিয়ে যান ফাতীন ইতমাম মাহমুদ। পরে সৈকতে নিয়োজিত লাইফ গার্ড সদস্যদের সহযোগিতায় ট্যুরিস্ট পুলিশ বিকেলে ফাতীনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করে।
জিল্লুর রহমান জানান, এ ঘটনায় কক্সবাজার সদর থানায় অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে।