চকলেট কিনতে গিয়ে শিশু ধর্ষণের শিকার, দোকানদারের যাবজ্জীবন

আট বছরের শিশুটি দোকানে যায় চকলেট কিনতে। দোকানদার শিশুটির হাতে চকলেট দেয়। তবে শিশুটিকে ছেড়ে দেয় না। পরে শিশুটিকে ধর্ষণ করে ওই দোকানদার।
২০১৭ সালে রাজধানীর পল্লবীতে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় আজ রোববার ওই দোকানদার আকবরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
আকবর সাংবাদিক প্লটের আমেনা ভ্যারাইটিজ দোকানের মালিক। আজ রোববার ঢাকার দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল হোসেন ওই রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি আকবরকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো ৬ মাস কারাগারের থাকার নির্দেশ দেন আদালত।
রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে আকবরকে কারাগারে পাঠানো হয়েছে।
নথি থেকে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিশু তার নানির সঙ্গে পল্লবী এলাকায় থাকতো। ২০১৭ সালের ১৩ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চকলেট কিনতে শিশুটি মুদি দোকানে যায়। পরে শিশুটি ধর্ষণের শিকার হয়।
ওই ঘটনায় শিশুটির নানি বাদী হয়ে পল্লবী থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পল্লবী থানার উপপরিদর্শক(এসআই) রবিউল আউয়াল ২০১৮ সালের ৩১ মার্চ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালকে অভিযোগপত্র দাখিল করেন।