গোপালগঞ্জে করোনায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল। ছবি : সংগৃহীত
গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে বিজিবির অবসরপ্রাপ্ত এক সদস্যের (৬০) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে তিনি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে মারা যান।
জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, ‘গত ২৯ মে ওই বিজিবি সদস্য ও তাঁর ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই ব্যক্তি গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। তাঁর ছেলে বাড়িতে আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। আজ সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।
আজ দুপুর ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদের নেতৃত্বে ইসলামিক ফাউন্ডেশনের প্রশিক্ষিত দল তাঁর মরদেহ জানাজা শেষে দাফন করে।