ক্ষমতার মোহে সরকার খালেদা জিয়ার মুক্তিতে বাধা দিচ্ছে

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্ষমতার মোহে অন্ধ, উন্মত্তের মতো সরকার দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তিতে বারবার বা ধা দিচ্ছে। তিনি বলেন, আওয়ামী সরকার গণতন্ত্র প্রতিষ্ঠাকে উপেক্ষা করে চক্রান্তের বদ্ধ চোরাগলিতে হাঁটছে। সরকারের কারণেই বিএনপি চেয়ারপারসন মুক্তি পাচ্ছেন না। তারা বারবার খালেদা জিয়ার মুক্তিতে বাধা প্রদান করছে।
আজ বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, আজকেও দেশনেত্রীর জামিন বিষয়ে আদেশ না হওয়া সরকারের সুদূরপ্রসারী ঘটনাবর্তের অংশ। দেশের জনগোষ্ঠীর আস্থার প্রতীক খালেদা জিয়ার জামিনে বারবার বাধা দেওয়ায় বাংলাদেশ এখন আশঙ্কা ও আস্থাহীনতায় ভরা এক অচেনা ভূখণ্ড হয়ে উঠছে।
‘খালেদা জিয়াকে নিয়ে সরকারের সব চক্রান্ত প্রতিহত করতে জনগণ ও দল আজ ঐক্যবদ্ধ ও অগ্রগামী। খালেদা জিয়ার জীবন নিয়ে সরকারের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন। খালেদা জিয়াকে এই মুহূর্তে নিঃশর্ত মুক্তি দিতে হবে।’
বিএনপি নেতাদের গ্রেপ্তার ও তাদের নামে মামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, সরকারের দুর্বিনীত হিংস্রতা এখন চরম আকার ধারণ করেছে। তারই বহিঃপ্রকাশ গত ২৪ নভেম্বর রাতে বিএনপি ৫ শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের মিথ্যা মামলা দায়ের। আমরা এই বানোয়াট মামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার বিএনপি নেতাদের মুক্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, ‘দুঃশাসনের কালরাতকে আরো অন্ধকারময় করার জন্যই সরকার বিএনপির জাতীয় নেতাদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অব্যাহত রেখেছে। আওয়ামী সরকার একটি বিষয়ে ব্যাপক চর্চা করে, সেটি হলো মিথ্যাচার। এরা মিথ্যা প্রচারে অক্লান্ত। এরা মিথ্যা মামলা ও কুৎসা রটনাতে অদ্বিতীয়।’
বিএনপির এই নেতা আরো বলেন, আইন, আদালত, পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশনসহ সব প্রতিষ্ঠানকে হুকুমের দাস বানিয়ে মানুষকে বোবা করার চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। রাস্তায় নামতে না পারলে এই অসহিষ্ণু সরকারের বলি হবে গণতন্ত্রকামী অসংখ্য মানুষ।