কুষ্টিয়ায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ২

কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ দুজন গুলিবিদ্ধ এবং ছয়জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার উসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ‘উসমানপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. আনিস ও সাবেক চেয়ারম্যান মো. ডাবলু সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ দুজন গুলিবিদ্ধ ও ছয়জন আহত হয়।
গুলিবিদ্ধ গুরুতর আহত মো. শহিদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও শাহিদা খাতুনকে ফরিদপুর মেডিকেল হাসাপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদি মাসুদ বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে দুই চেয়ারম্যানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে উসমানপুর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ের করা হয়েছে।’