কুষ্টিয়ায় আ.লীগনেতা হত্যা মামলায় গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় আওয়ামী লীগনেতা সিদ্দিকুর রহমান মণ্ডলকে গুলি করে হত্যার ঘটনায় পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। জেলার বিভিন্ন এলাকা থেকে গতকাল বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ র্যাব-১২-এর কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব অধিনায়ক রফিকুল হাসান গনি।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ভেড়ামারা উপজেলার চন্ডিপুর গ্রামের মিন্টু মালিথা, চাঁদপুর গ্রামের রনি মালিথা, একই গ্রামের দুই ভাই জনি ও ড্যানি এবং জারমান প্রামাণিক।
র্যাবের অধিনায়ক জানান, গ্রেপ্তার মিন্টু মালিথা ও রনি মালিথা আওয়ামী লীগনেতা সিদ্দিকুর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা দুজন সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। বাকি তিন আসামি হত্যাকাণ্ডে বিভিন্ন সহযোগিতা করেছেন। বংশগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত ১৮ ফেব্রুয়ারি চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান মণ্ডলের ভাই বাদশা মণ্ডল পাশের চড়পাড়া মাঠে জমিতে কাজ করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন বাদশা মণ্ডলের ওপর হামলা চালিয়ে তাঁর এক পায়ের রগ কেটে দেয়। খবর পেয়ে বাদশাকে উদ্ধার করতে তাঁর ভাই সিদ্দিক মণ্ডল, খালেক মণ্ডল ও ইউনুস মণ্ডলসহ বেশ কয়েকজন ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষেরা তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধসহ আহতদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সিদ্দিক মণ্ডলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত সিদ্দিকের আরও দুই ভাই ইউনুস মণ্ডল ও খালেক মণ্ডল গুলিবিদ্ধ হন। নিহত ও আহত ব্যক্তিরা চাঁদগ্রামের অমর মণ্ডলের ছেলে।