পূজামণ্ডপে কোরআন রেখে সহিংসতা
কুমিল্লা সিটি মেয়রের পিএসসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে বিশৃঙ্খলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় নাশকতার মামলায় সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মঈনুদ্দিন আহমেদ বাবুকে (ডানে) গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি
কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ের পূজামণ্ডপে কোরআন শরিফ রেখে বিশৃঙ্খলা ও মন্দির ভাঙচুরের ঘটনায় নাশকতার মামলায় সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী (পিএস) মঈনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে রাঙামাটির সাজেকের একটি রিসোর্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজীম জানান, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নাশকতাসহ দুটি মামলায় মঈনুদ্দিন আহমেদ বাবুকে গ্রেপ্তার দেখানো হয়েছে। একটি মামলার বাদী পুলিশ, অন্যটির বাদী নানুয়া দীঘির পাড় অস্থায়ী পূজামণ্ডপের ব্যবস্থাপক তরুণ কান্তি মোদক।
এ ছাড়া কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামের আরো দুজনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আজ দুপুর আড়াইটায় আদালতে পাঠানো হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।