করোনার উপসর্গে নারীর মৃত্যুর পর হাসপাতাল তালাবব্ধ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলা শহরের বঙ্গবন্ধু সরণির বেসরকারি আনোয়ারা জেনারেল হাসপাতালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে নূরজাহান (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এরপরই করোনাভাইরাস সন্দেহে হাসপাতালটি তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি ওই এলাকার আশপাশের জনসমাগমসহ চলাচল সীমিত করার নির্দেশনাও দিয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী মারা যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল বিকেলে ওই গৃহবধূ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। পরে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ ঘটনাস্থলে গিয়ে হাসপাতালটি তালাবদ্ধ করে দেন।
হাসপাতালের চিকিৎসক ডা. বুলবুল আহমেদ জানান, ওই রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কি না, তা পরীক্ষা করা হবে। রাতেই প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছে।
ইউএনও লুবনা ফারজানা বলেন, ‘এই মুহূর্তে হাসপাতালের আশপাশসহ সামনের সড়কটিতে লোকসমাগম সীমিত করা হয়েছে। আইইডিসিআরের গাইডলাইন অনুযায়ী তাঁর লাশ দাফন করা হবে। পরীক্ষার রিপোর্ট অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’