কঠোর নিরাপত্তার মধ্যে চলছে ভোট গ্রহণ, আছে অভিযোগও

চলছে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটাররা ভোটকেন্দ্রে প্রবেশ করছেন। ইভিএমের মাধ্যমে ভোটাররা তাঁদের ভোট দিচ্ছেন। এরই মধ্যে বিএনপির পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।
আজ শনিবার সকাল ৮টার পর ঢাকা উত্তর সিটির কয়েকটি কেন্দ্রে ঘুরে এই দৃশ্য দেখা যায়।
সকাল ৮টার কিছু সময় পর বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গুলশান-২ মানারাত ইন্টারন্যাশনাল স্কুলে ভোট প্রদান করেন। সে সময় ওই কেন্দ্রের ভেতর ও বাইরে কঠোর নিরাপত্তা দেখা যায়।
ভোট প্রদান শেষে তাবিথ ইভিএম নিয়ে অভিযোগ করেন, ‘আমার মা যে মেশিনে ভোট দিয়েছেন, সেটি ব্রেক ডাউন হয়েছে। এখনো পর্যন্ত মেশিন ঠিক করা যাচ্ছে না।’
মানারাত ইন্টারন্যাশনাল স্কুলের বিএনপির পোলিং এজেন্ট মাহমুদ হোসেন বলেন, ‘প্রথমে আমাদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল। পরে পুলিশ ও সাংবাদিকরা আসায় আমাদের ঢুকতে দেওয়া হয়।’
ভোটকেন্দ্রে নিরাপত্তার বিষয়ে গুলশান জোনের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আমরা প্রস্তুত আছি।’
উত্তর মডেল টাউন এলাকার হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রে ঢুকে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তবে এই কেন্দ্রের ভোটকক্ষে কোনো বিএনপির এজেন্ট দেখা যায়নি।
রমনা জোনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, ‘আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এখন পর্যন্ত কোনো ধরনের সহিংসতার খবর আমি পাইনি। সব পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত রয়েছি।’