কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ আটক ২

কক্সবাজারে ১৩ লাখ পিস ইয়াবা ট্যাবলেটের বড় একটি চালান জব্দ করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি বোটসহ ইয়াবাগুলো জব্দ এবং দুই পাচারকারীকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন কক্সবাজারের বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের যুবক মো. আয়াজ এবং জেলার ঝিলংজা ইউনিয়নের পাওয়ার হাউজ এলাকার মো. বিল্লাল।
আজ সোমবার দুপুরে র্যাব-১৫-এর কার্যালয়ে অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র্যাব-১৫-এর অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার জানান, র্যাবের কাছে খবর ছিল মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান নিয়ে একটি বোট কক্সবাজারের খুরুশকুল মাঝির ঘাটের দিকে যাচ্ছে। এ সংবাদে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে একটি বোটসহ ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় রোহিঙ্গা যুবক আয়াজ এবং স্থানীয় বাসিন্দা বিল্লালকে আটক করে র্যাব।
র্যাব কর্মকর্তা আরো জানান, র্যাবের মাদকবিরোধী এই ধরনের অভিযান চলমান থাকবে। ইয়াবার এই চালানটি সমুদ্রপথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।