কক্সবাজারে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

কক্সবাজারের রামু উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুজনের মধ্যে সাইফুল ইসলাম সোহেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যায় রামু উপজেলার চা বাগান এলাকায় ওই স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়।
আটক সাইফুল ইসলাম সোহেল জোয়ারিয়ানালা ইউনিয়নের পাহারিয়া পাড়া গ্রামের বাসিন্দা। পলাতক যুবকের নাম শাহেদ।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম আজ শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ওই স্কুলছাত্রী তার ছোট বোন ও এক বান্ধবীকে নিয়ে গতকাল দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বেড়াতে যায়। সন্ধ্যায় সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা করে বাড়িতে ফিরছিল তারা। পথে রামু চা বাগান এলাকায় সিএনজিচালিত অটোরিকশাটি থামিয়ে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল। এ সময় ঘটনাস্থলে সাইফুল ইসলাম সোহেল ও শাহেদ নামে দুই যুবক এসে ওই কিশোরীকে পাশের পাহাড়ি খাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এ সময় সিএনজিতে থানা শিশুরা চিৎকার করলে লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, খবর পেয়ে রামু থানার পুলিশ গতকাল রাতে ভিকটিমকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ওসিসি সেন্টারে ভর্তি করে। এরপরই রাতে অভিযান চালিয়ে ধর্ষক সাইফুল ইসলাম সোহেলকে আটক করে। অপর সহযোগী শাহেদকে আটকের চেষ্টা চলছে।
এ ব্যাপারে ভিকটিমের মা রাশেদা বেগম বাদী হয়ে আজ শনিবার সকালে রামু থানায় একটি মামলা করেছেন।