কক্সবাজারে কাভার্ডভ্যান চাপায় ঢাবি শিক্ষার্থীসহ নিহত ৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর দেড়টার দিকে চকরিয়া মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২), একই ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২০) এবং হারবাং ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে তানজিলুর রহমান (১৯)। এর মধ্যে রিফাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র, তারেক বান্দরবান বিশ্ববিদ্যালয় কলেজের এবং তানজিলুর চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আজ দুপুরের দিকে চট্টগ্রাম থেকে মালবোঝাই কাভার্ডভ্যান কক্সবাজার যাচ্ছিল। বিপরীত দিক থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চিরিংগা স্টেশন থেকে হারবাংরে দিকে যাচ্ছিল। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে আমজাদ হোসেন রিফাত ও মোহাম্মদ তারেক নিহত হন। আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তানজিলুর রহমানের মৃত্যু হয়।
নিহত দুজনের মৃতদেহ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ফাঁড়ি পরিদর্শক আনিসুর রহমান।