কক্সবাজারে করোনায় জ্যেষ্ঠ সাংবাদিক মোনায়েম খানের মৃত্যু

দুই সপ্তাহ ধরে করোনার সঙ্গে যুদ্ধ করে হার মানলেন কক্সবাজারের জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল মোনায়েম খান (৫৪)। আজ রোববার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।
মোনায়েম খানের ছোট ভাই আব্দুল বাসেত খান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইংরেজি দৈনিক দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের কক্সবাজার জেলা প্রতিনিধি ছিলেন আব্দুল মোনায়েম খান। এর আগে তিনি ডেইলি স্টার, ডেইলি সান ও ডেইলি নিউ নেশনের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত ২৩ মে মোনায়েম খানের জ্বর ও শ্বাসকষ্ট শুরু হয়। ২৬ মে কক্সবাজার জেলা সদর হাসপাতালে তাঁর নমুনা পরীক্ষার জন্য দেওয়া হয়। ৩১ মে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।
এত দিন কক্সবাজার শহরের তারাবানিয়ার ছড়ার বাসায় আইসোলেশনে থেকে তিনি চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। তাঁর জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে ১ জুন প্রথমে উখিয়া উপজেলার ইউএনএইচসিআর পরিচালিত আইসোলেশন হাসপাতালে এবং পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সংকটাপন্ন মোনায়েম খানের জন্য আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। কিন্তু কক্সবাজারে আইসিইউ সেবা না পেয়ে তাঁকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
কক্সবাজারে করোনার আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক রোহিঙ্গাসহ ২১ জনের মৃত্যু হয়েছে।