কক্সবাজারের নতুন পুলিশ সুপার করোনায় আক্রান্ত

কক্সবাজারের নতুন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শুক্রবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (সংক্রামক রোগ ও ট্রপিক্যাল মেডিসিন) ডা. মোহাম্মদ শাহজাহান নাজির। তিনি জানান, করোনা পরীক্ষার জন্য গত বৃহস্পতিবার নমুনা জমা দেন পুলিশ সুপার।
পুলিশ সুপার হাসানুজ্জামান বর্তমানে হোম আইসোলেশনে আছেন। শারীরিকভাবে তিনি সুস্থ আছেন বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে।
মো. হাসানুজ্জামান দুই বছরেরও বেশি সময় ধরে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৬ সেপ্টেম্বর তিনি ঝিনাইদহ জেলা থেকে বদলি হয়ে কক্সবাজার আসেন। ২৩ সেপ্টেম্বর তিনি কক্সবাজারের পুলিশ সুপার হিসেবে যোগ দেন।
এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত প্রায় দেড় হাজার পুলিশ সদস্য কক্সবাজারে নতুন যোগদান করেছেন।